মির্জাপুর পৌরসভা

স্বাগতম

➤ উন্নয়ন কাজে সহযোগিতা করুন // ➤ নিয়মিত পৌরকর পরিশোধ করুন // ➤ আপনার শিশুকে টিকা দিন, স্কুলে পাঠান // ➤ বেশি বেশি গাছ লাগান।

(ক) ব্যক্তির জন্মের ৪৫ (পয়তাল্লিশ) দিনের মধ্যে দাখিলকৃত আবেদনপত্রের সাথে নিম্নলিখিত প্রমাণাদি সংযুক্ত করতে হবেঃ

(অ) জন্মস্থান ও জন্মের তারিখের প্রমাণ হিসাবে সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা উক্ত প্রতিষ্ঠান হতে প্রাপ্ত জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত অনুলিপি অথবা বার্থ এটেন্ডেন্ট এর প্রত্যয়ন বা অন্য কোন প্রমাণপত্র।

এবং

(আ) ব্যক্তির স্থায়ী ঠিকানার প্রমাণ হিসাবে পিতা বা মাতা বা পিতামহ বা পিতামহীর জন্ম নিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট বা অন্য কোন প্রমাণপত্র;

অথবা

নিবন্ধনাধীন ব্যক্তির নিজের বা পিতা বা মাতা বা পিতামহ বা পিতামহীর দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসাবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর পরিশোধের প্রমাণপত্র;

এবং

নিবন্ধনাধীন ব্যক্তির পিতা ও মাতার জন্ম নিবন্ধণ সনদ অথবা জাতীয় পরিচয়পত্র।

 

(খ) ব্যক্তির জন্মের ৪৫ (পয়তাল্লিশ) দিন পরে দাখিলকৃত আবেদনপত্রের সাথে উপযুক্ত দলিলাদি ছাড়াও নিম্নলিখিত প্রমাণাদি সংযুক্ত করতে হবে।

(অ) জন্মের ৫ (পাঁচ) বৎসরের মধ্যে আবেদন করলে যথাযথভাবে পূরণকৃত আবেদনপত্রে ইপিআই কর্মীর প্রত্যয়ন অথবা ইপিআই কার্ডের অনুলিপি;

(আ) জন্মের ৫ (পাঁচ) বৎসর পর আবেদন করলে বয়স প্রমাণের জন্য উপযুক্ত চিকিৎসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র;

অথবা

(ই) সরকার কর্তৃক পরিচালিত প্রাথমিক শিক্ষা সমাপনী, জুনিয়ার স্কুল সার্টিফিকেট এবং শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা অনুরুপ পরীক্ষার শিক্ষাগত সনদপত্র।