মির্জাপুর পৌরসভা

স্বাগতম

➤ উন্নয়ন কাজে সহযোগিতা করুন // ➤ নিয়মিত পৌরকর পরিশোধ করুন // ➤ আপনার শিশুকে টিকা দিন, স্কুলে পাঠান // ➤ বেশি বেশি গাছ লাগান।

স্মারক নং – মির্জা-পৌর/প্রকৌ/পূর্ত/১৭৮৭/২০২২/৭৯৮

প্রাপকঃ

             প্রকল্প পরিচালক

             টাঙ্গাইল জেলার ১০(দশ) টি পৌরসভার অবকাঠারমো উন্নয়ন প্রকল্প।

             ৬২,পশ্চিম আগারগাঁও (লেভেল-০৬), ঢাকা-১২০৭।

বিষয়ঃ মাসিক অগ্রগতি প্রতিবেদনের তথ্য প্রেরণ প্রসঙ্গে।

মহোদয়,

                পযুক্ত বিষয় ও সূত্রোর স্মারকের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সূত্রোস্থ স্মারক পত্রে “টাঙ্গাইল জেলার ১০(দশ) টি পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প” শীর্ষক প্রকল্পের আওতায় মীর্জাপুর পৌরসভাধীন ১১(এগারো) টি প্যাকেজ সমূহের জুলাই/২০২৩ মাসের অগ্রগতি প্রতিবেদন সংযুক্ত তথ্য ছক মোতাবেক প্রস্তুত করা হয়েছে।

DOWNLOAD